জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি - ইত্তেফাকের শিরোনাম।
এতে বলা হয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ, শান্তিরক্ষা মিশনে র্যাবের মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্বাচনের আহ্বান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন ১৪ কংগ্রেসম্যান। 'শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতা'র বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার (২৭ জুলাই) এই চিঠি দেওয়া হয়।
বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠানের আহবান – নয়া দিগন্তের শিরোনাম।
তারা বলছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব) সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেয়া স্থগিত রাখা এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান এবং পরিচালনায় জাতিসংঘের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান।
এ সংক্রান্ত একটি চিঠি জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে দেয়া হয়েছে। চিঠিতে সইকারী কংগ্রেসম্যান বব গুড গত বৃহস্পতিবার এক টুইটবার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের সুষ্ঠু ও অবাধ নির্বাচনে অংশ নেয়ার অধিকার রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতায় উদ্বেগ জানিয়ে আমিসহ ১৩ জন সহকর্মী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছি।’
খবরটি নিয়ে প্রতিদিনের সংবাদ শিরোনাম করেছে -
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ১৪ কংগ্রেসম্যানের চিঠি, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহবান।
আজও রাস্তায় দুই দলের কর্মসূচী – কালের কন্ঠের প্রধান শিরোনাম এটি।
নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বিএনপি ঘোষণা দিয়েছে, আজ শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তারা টানা পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে। এ ঘোষণার পর আওয়ামী লীগও প্রবেশপথগুলোতে একই সময় অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। বিএনপির কাছাকাছি দূরত্বে থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, কোনো দলকেই এই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
No comments: