ইতিহাসের এই দিনে
চার্লস-ডায়ানার রাজকীয় বিয়ে
১৯৮১ সালের ২৯ জুলাই, রাজকীয় আয়োজনে ধুমধাম করে বিয়ে হয় ব্রিটিশ প্রিন্স চার্লস (এখন রাজা তৃতীয় চার্লস) ও ডায়ানা স্পেনসারের। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল এই বিয়ের আয়োজন। লন্ডনের সেইন্ট পলস গির্জায় বিয়ে হয়েছিল চার্লস-ডায়ানার। এই দম্পতির দুই ছেলে—প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।
পরবর্তী সময় গণমানুষের প্রিন্সেস হয়ে উঠেছিলেন ডায়ানা। কিন্তু রাজপরিবারে সুখে ছিলেন না তিনি। এর জেরে চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। পরে ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। এরপর চার্লস বিয়ে করেন ক্যামিলাকে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেছেন চার্লস। আর ডায়ানাকে তাঁর মানবপ্রেম, ফ্যাশন সচেতনতার জন্য বিশ্বজুড়ে স্মরণ করা হয়।
No comments: