WHAT’S HOT NOW

ads header

Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

Canada Reads champion and Jeopardy! superstar Mattea Roach recommends 3 'must-read' memoirs

  "Essentially, one key thing to know about Joan Didion is not only did she live most of her life in California, but she was a fifth-ge...

Contact form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

Mobile Logo Settings

Mobile Logo Settings
image

Recent

4/recentposts
[recent]

Ad Space

Responsive Advertisement

Comments

4/recentcomments

Subscribe Us

Facebook

Popular

Life & style

Games

Sports

Macron calls on Israel to stop killing Gaza's women and babies

 srael must stop killing babies and women in Gaza, French President Emmanuel Macron has told the BBC.


In an exclusive interview at the Élysée Palace, he said there was "no justification" for the bombing, saying a ceasefire would benefit Israel.


While recognising Israel's right to protect itself, "we do urge them to stop this bombing" in Gaza, he said.


But he also stressed that France "clearly condemns" the "terrorist" actions of Hamas.


France - like Israel, the US, the UK, and other Western nations - considers Hamas a terrorist organisation.


When asked if he wanted other leaders - including in the US and the UK - to join his calls for a ceasefire, he replied: "I hope they will."


Israel says it attacks military targets in line with international law and takes steps to reduce civilian casualties, like issuing warnings ahead of strikes and calling on people to evacuate.


Speaking the day after a humanitarian aid conference in Paris about the war in Gaza, Mr Macron said the "clear conclusion" of all governments and agencies present at that summit was "that there is no other solution than first a humanitarian pause, going to a ceasefire, which will allow [us] to protect... all civilians having nothing to do with terrorists".


"De facto - today, civilians are bombed - de facto. These babies, these ladies, these old people are bombed and killed. So there is no reason for that and no legitimacy. So we do urge Israel to stop."


He said it was not his role to judge whether international law had been broken.

'We share Israel's pain'

Israel's Prime Minister Benjamin Netanyahu responded quickly to Mr Macron's comments, saying nations should condemn Hamas, not Israel.


"The crimes that Hamas [is] committing today in Gaza will be committed tomorrow in Paris, New York and anywhere in the world," a statement from Mr Netanyahu's office read.


In a wide-ranging interview at the end of the first day of an annual Paris Peace Forum, President Macron also discussed:


  • Fears of violence spilling over from the Middle East into France, urging citizens of all faiths to be "united against antisemitism"
  • Russia's invasion of Ukraine, saying it was France's "duty" to help Ukraine - but suggesting there may come a time for "fair and good negotiations" with Moscow
  • Extremism online, saying Facebook's parent company Meta and Google "just don't deliver" on moderation
  • And the dangers of climate change, saying it was pushing people around the world toward "terrorism".


Starting by discussing Gaza, Mr Macron said France "clearly condemns" Hamas's attacks on Israel on 7 October which sparked the war. Hamas gunmen killed about 1,200 people and took 240 others hostage in its unprecedented cross-border assault it launched that day.


"We do share [Israel's] pain. And we do share their willingness to get rid of terrorism. We know what terrorism means in France." But he said there was "no justification" for the ongoing bombing of civilians in Gaza.


"It's extremely important for all of us because of our principles, because we are democracies. It's important for the mid-to-long run as well for the security of Israel itself, to recognise that all lives matter."



The French president gave the interview after the first day of the Paris Peace Forum, an annual summit in the French capital

When asked, he refused to say that Israel had broken international law in Gaza. "I'm not a judge. I'm a head of state," he said, adding it would not be right to criticise Israel in this way - "a partner and a friend" - just a month after it was attacked.


But Mr Macron said he disagreed that the best way for Israel to "protect [itself] is having a large bombing of Gaza", saying it was creating "resentment and bad feelings" in the region that would prolong the conflict.


After a month of Israeli bombardment and nearly two weeks after Israel launched a major ground offensive into the territory, Gaza's Hamas-run health ministry said on Friday that 11,078 people had been killed, while 1.5 million had fled their homes.


Israel has said it will start daily four-hour military pauses in parts of northern Gaza as it continues its offensive. Its defence minister however stressed the pauses would be "localised" and would "not detract from the war fighting".


Condemn antisemitism 'without ambiguity'


Ahead of a march against antisemitism on Sunday which a large section of France's political class will attend, President Macron called on all French citizens to condemn antisemitic acts "without ambiguity".


He said France had probably Europe's biggest Muslim community and a big Jewish community too, and with France and the rest of Europe seeing a big rise in antisemitism, all French citizens had to be united against antisemitism, and had to "share the pain or the compassion of Palestinians".


Mr Macron gave the exclusive interview to the BBC at the Élysée Palace

Mr Macron then moved on to other global issues, including Russia's full-scale invasion of Ukraine.


He said if Russia were allowed to win its war, "you will have a new imperial power" in Europe, that could threaten other former Soviet states like Georgia and Kazakhstan, as well as the whole continent.


"Because, definitely, it's imperialism and colonialism that Russia is doing [in Ukraine]," he said.


The French president said it was the "duty" of his country and all countries to support Ukraine in its defence. But he also said the next month would be critical, as it struggles to retake lost land in counteroffensive operations.


He said it was "not yet" time for Ukraine to come to the table, and stressed the decision to negotiate was Kyiv's alone. But he added there may come a time to "have fair and good negotiations, and to come back to the table and find a solution with Russia".


Mr Macron also discussed online extremism - a key topic at the Paris Peace Forum. He singled out Facebook's parent company Meta and Google, saying the companies "simply don't deliver" on promises they made to moderate hate speech on their platforms.


He said many online platforms lacked sufficient moderators for French language content, calling it a "shame", and promising to "push them" on the issue - although he said TikTok had improved the number of moderators for its French language content.


And he said that climate change was causing terrorism in parts of the world, specifically mentioning the effects of global warming in lower water levels at Lake Chad in West Africa.


"As a consequence of climate change, a lot of families living as fishermen [suffered]... A lot of species just disappeared. And it created politics [that] pushed a lot of people to terrorism."


But when asked if he ever felt depressed by the sheer number of issues facing the world, Mr Macron said he saw it as "a chance and an honour to have responsibilities [as head of state]".


"We need international cooperation [to tackle global issues]... This is a unique chance."


শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া ক্রিকেট বোর্ড আদালতের আদেশে পুনর্বহাল

 

শ্রীলঙ্কার আপিল আদালত দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন।



এর ফলে গতকাল ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত করা ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আজ এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে গেছেন।



এদিকে আজ পার্লামেন্টে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে জানান, গতকাল রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করতে বলেছেন। রানাসিংহে তাতে রাজি হননি জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন ক্রীড়াঙ্গনকে তিনি তাঁর অধীন নিয়ে যাবেন। আমি তখন বলেছি, আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিন।’



শাম্মি সিলভার নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ডকে রানাসিংহে বরখাস্ত করেছিলেন, তাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট চালাচ্ছে ডাকাতেরা। যে কারণে আমি অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করব না। অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে বিচার বিভাগের স্থগিতাদেশের সিদ্ধান্ত স্বার্থের সংঘাত।’



ডেইলি মিররের খবরে বলা হয়, রোববার মন্ত্রিসভার বৈঠকে ক্রীড়ামন্ত্রী রানাসিংহে প্রেসিডেন্ট ও বেশ কয়েকজন মন্ত্রীর তোপের মুখে পড়েন। ক্রিকেট বোর্ড বরখাস্তের প্রজ্ঞাপন জারির আগে ক্রীড়ামন্ত্রী প্রেসিডেন্ট বা মন্ত্রিসভার কাউকে জানাননি। এ ছাড়া অন্তর্বর্তীকালীন কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারকের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন ওঠে।


Gaza could see return of PA in case of a ‘political solution’, says Abbas

 Israel seeks to destroy Hamas, raising the question of who would run the Palestinian territory after the war.

US Secretary of State Antony Blinken with Palestinian Authority President Mahmoud Abbas in Ramallah, occupied West Bank.


The Palestinian Authority (PA) could return to power in the Gaza Strip only if a “comprehensive political solution” is found to the Israel-Palestine conflict, according to PA President Mahmoud Abbas.

Abbas on Sunday met with the US Secretary of State Antony Blinken, who is on yet another tour of the region as Israel’s deadly military campaign in Gaza nears a month.

“We will fully assume our responsibilities within the framework of a comprehensive political solution that includes all of the [occupied] West Bank, including East Jerusalem and the Gaza Strip,” Abbas was quoted as telling Blinken by the official Palestinian news agency Wafa.

Israel says Hamas can no longer be left in control of the besieged enclave after the group’s October 7 attack that left about 1,400 Israelis dead – a sentiment backed by Washington.

Hamas, considered a “terrorist” group by the US and the European Union, is a rival of Abbas’s Fatah party. Hamas took over Gaza from the PA in 2007, after being blocked from exercising real power despite winning a parliamentary election the previous year.

Israel fully withdrew its troops and settlers from Gaza in 2005 but imposed a crippling blockade on the coastal territory after Hamas took power.

Blinken made a surprise visit to the occupied West Bank on Sunday as Israel pressed on with its attacks on Gaza, where the death toll has reached nearly 10,000, almost half of them children.

Israeli ground forces also continue to push into Gaza, engaged in heavy fighting with Hamas fighters, while Israeli Prime Minister Benjamin Netanyahu has consistently rejected growing calls for a ceasefire.

In what appeared to be the most direct US position since the start of the war on October 7, Blinken told Abbas the PA should play a central role in the future of Gaza, the Reuters news agency reported.

The agency quoted an unnamed senior US State Department official as saying the “future of Gaza was not the focus of the meeting but the Palestinian Authority seemed willing to play a role”.

Abbas and Blinken reportedly talked for about an hour in Ramallah but did not address the media, as Blinken had done during the previous legs of his regional trip.

Blinken said Washington is committed to getting aid into Gaza and restoring essential services after Israel cut access to food, water and electricity in the besieged enclave.

However, the US has also opposed a ceasefire, instead going only so far as to back a “pause” to facilitate humanitarian aid and allow some residents to exit Gaza through the Egypt-controlled Rafah border crossing.



দেশটাকে বৃহৎ কারাগার বানানো হয়েছে: রিজভী

 বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।’


আজ রোববার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী এ কথা বলেন। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া  আজ ভোরে ঢাকা থেকে দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ইমরান সালেহ প্রিন্সকে আটকের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী


বিবৃতিতে বিএনপি নেতা রিজভী নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একদিকে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, অন্যদিকে জ্যেষ্ঠ নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীকে গ্রেপ্তারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা। রিজভী আরও বলেন, ‘আসলে সরকার নিজেদের অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।’


রিজভীর কথায়, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, তাতে এটি সুস্পষ্ট যে আগামী নির্বাচন যেনতেন প্রকারে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখলে নিতে শাসকগোষ্ঠী বদ্ধপরিকর।


ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)  ইমরান সালেহ প্রিন্সকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী।







উচ্চতা নিয়ে তিন তারকাকে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়

 অভিনয় করতে গিয়ে উচ্চতা নিয়ে তারকাদের রয়েছে অম্লমধুর স্মৃতি। কখনো উচ্চতা নিয়ে বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, কখনো প্রয়োজনেই চরিত্রের জন্য ডাক পান। তবে শৈশব থেকে ক্যারিয়ার শুরু ও অভিনয় অঙ্গনে উচ্চতা কেন্দ্র করে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেগুলোই তুলে ধরেছেন মনজুরুল আলম।


বিদ্যা সিনহা মিম

মিমের নাম ‘ওই লম্বা মেয়েটা’

অভিনয়ে পরিচিতি পাওয়ার পর কোথাও গেলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের আসন থাকে সবার সামনে। ইচ্ছা করলেও পেছনে গিয়ে বসতে পারেন না। কিন্তু স্কুলের দিনগুলো সামনে বসতে ইচ্ছা করলেও সেটা সম্ভব ছিল না। এর কারণ ছিল এই চিত্রনায়িকার উচ্চতা। এ নিয়ে মিম বলেন, ‘আমি ছোট থেকেই অনেক লম্বা। যে কারণে বন্ধুমহলে যেকোনো কিছুতে আমাকে সবার শেষে থাকতে হতো। চাইলেও কখনো সামনের সারিতে বসতে পারতাম না। বসলেও শুনতে হতো মাথা নিচু করো, দেখা যায় না। স্কুলে লাইন ধরে যখন পিটি করতাম, তখনো আমি শেষে। এখনো বন্ধুরা আমার যত গ্রুপ ছবি পাঠায়, সেখানে আমি শেষে। যে স্কুল ও কলেজে পড়েছি, আমি ছিলাম উচ্চতায় সবার বড়।’


বিদ্যা সিনহা মিম

এক সময় স্কুল–কলেজে সহপাঠী ও শিক্ষকদের কাছে মিমের পরিচয় হয়ে যায় ‘ওই লম্বা মেয়ে’ হিসেবে। নামের চেয়ে তাঁকে এ নামেই বেশি ডাকা হতো। মিম বলেন, ‘যখন সবাই একসঙ্গে কোনো কিছু শিখতে যেতাম, তখন উচ্চতার জন্য আমার অবস্থান থাকত পেছনে। বোঝেনই তো যাঁদের মনোযোগ কম, তাঁরা পেছনে অংশ নিতেন। আড্ডা ও কথা হতো। এর মধ্যে আমাকে মনোযোগী হয়ে সামনে তাকিয়ে থাকতে হতো। এভাবে একবার গান শিখতে গেলাম, সেখানেও আমার অবস্থান পেছনে।


আরেকটা মজার কথা বলিনি। আমার সবচেয়ে কাছের যে বন্ধু ছিল, তার সঙ্গে আমার উচ্চতার ব্যবধান ছিল অনেক। আমরা যেখানেই যেতাম, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকত। এ নিয়ে বিব্রত হতে হতো। অনেকে আমাদের খ্যাপানোর চেষ্টা করতেন। কিন্তু বন্ধুত্ব কি আর এগুলো মানে।’ এই চিত্রনায়িকা জানান, তাঁর উচ্চতা ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি। বলে রাখা ভালো, উচ্চতা অনেক সময় বিভিন্ন চরিত্রের জন্য বাড়তি সুবিধা দিয়েছে।


মৌসুমী হামিদকে বলা হয় ‘তালগাছ’

উচ্চতা নিয়ে বিপাকের শেষ নেই অভিনেত্রী মৌসুমী হামিদের। কারণ, এই অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। যে কারণে উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করতে বিপাকে পড়েন। আক্ষেপ করে এই অভিনেত্রী জানান, তাঁর উচ্চতা নিয়ে বিভিন্ন সময় অনেকেই খারাপভাবেও কথা বলেছেন। তাঁরা বলেছেন, ‘কেন তিনি এত লম্বা?’ তখন এই অভিনেত্রীর মনে হয়েছে, এটা তাঁর দোষ। তবে অনেকের কথায় ক্ষণিকের জন্য মন খারাপ হলেও উচ্চতা নিয়ে তিনি খুশি।


মৌসুমী হামিদ

তাঁর সঙ্গে অভিনয়ের জন্য একই মাপের উচ্চতার অভিনেতার দরকার হয়। কিন্তু আমাদের মিডিয়ার বেশি ভাগ অভিনেতার উচ্চতা মৌসুমী হামিদের চেয়ে কম। লম্বা হওয়ার কারণে বিনোদনপাড়ায় মৌসুমী হামিদকে তালগাছ নামে ডাকা হয়। মৌসুমী হামিদ জানান, উচ্চতা বেশি হওয়ায় প্রায়ই শুটিংয়ে তাঁকে শুনতে হতো—


এই নিচু হও, নিচে দাঁড়াও, বাঁকা হও, খালি পায়ে হাঁট এমন নানা কথা। মৌসুমী বলেন, ‘শৈশব থেকে আমি অনেক দুরন্ত ছিলাম। গ্রামে ছুটে বেড়াতাম। সাইকেল চালাতাম। ছেলেদের মতো চলাফেরা করতাম। দুষ্টুমি করতাম। আমার উচ্চতা বেশি ছিল। এসব কারণে অনেকে কিছু বলত না।’


মৌসুমী হামিদ

উচ্চতা নিয়ে শুটিংয়ে প্রায়ই মজা হয়। একবার সাজু খাদেমের সঙ্গে অভিনয় করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়েছিলেন মৌসুমী। কারণ, মৌসুমীর তুলনায় সাজু খাদেমের উচ্চতা অনেক কম। তখন ইট বিছিয়ে একটি রোমান্টিক দৃশ্যের শুটিং শেষ করতে হয়েছিল। সেদিন সাজু ইটের ওপর দিয়ে হেঁটে এসে সংলাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মৌসুমীসহ শুটিংয়ের সবাই হেসেছিলেন। মৌসুমী জানান, হাসার কারণে দুই ঘণ্টা শুটিং করতে পারেননি।


একবার মৌসুমীকে নিয়ে মজা করে অভিনেতা আবদুন নুর সজল বলেছিলেন, ‘আমরা দুজন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। প্রতিবারই অভিনয় করার সময়ে দাঁড়ানোর দৃশ্য থাকলে সবার আগে ভাবি, আমি কোন জায়গায় দাঁড়াব। কারণ, মৌসুমী আমার চেয়ে লম্বা। দাঁড়ালে যেন ওকে খাটো লাগে আর আমাকে লম্বা লাগে; সে কারণে আমার জন্য উঁচু জায়গা খুঁজতে হতো।’ কথাগুলো বলেই হাসতে থাকেন এই অভিনেতা। উচ্চতা নিয়ে এমন অনেক মজার গল্প রয়েছে।


এক সাক্ষাৎকারে মৌসুমী হামিদ জানান, অনেকে সহযোগিতা করলেও কেউ কেউ তাঁর উচ্চতা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন। এ নিয়ে শুটিংয়ে তাঁর মন খারাপ হয়েছে। তবে তিনি সব সময় ব্যালান্স করে অভিনয় করতে চান। এটা তাঁর কাছে কোনো বাধা নয়। তবে এর আগে জানিয়েছিলেন, উচ্চতা বেশি হওয়ায় বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না।


বিব্রত হতে হয় হিমিকে

ছোট পর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এখনো এই অভিনেত্রীকে প্রায়ই বিব্রত হতে হয়। এর কারণ তাঁর উচ্চতা। গড় মেয়েদের মধ্যে তাঁর উচ্চতা অনেকটা বেশি। তিনি জানান, তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। মজা করে এই অভিনেত্রী বলেন, ‘উচ্চতা নিয়ে মাঝেমধ্যে কী যে বিপদের মুখোমুখি হতে হয়। এই ধরেন, আমি কোনো লিফটে উঠলাম। সেখানে সবাই প্রথমে আমার মুখের দিকে না তাকিয়ে আমার পায়ের দিকে তাকায়। প্রথমে তারা দেখে আমি হিল পরে আছি কি না। তখন কী যে বিব্রত লাগে। মনে হয় কেন আমার এত উচ্চতা।’


অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমু

বিভিন্ন সময় জান্নাতুল সুমাইয়া হিমিকে শুটিংয়ে নানা কসরত করে শুটিং করতে হয়েছে। কারণ, বেশির ভাগ অভিনয়শিল্পী তাঁর চেয়ে লম্বায় কিছুটা কম থাকেন। এগুলো শুটিংয়ের ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। তবে এ নিয়ে মজার অনেক ঘটনাও যেমন ঘটে, তেমনি সবার আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।


সে অভিজ্ঞতা ভাগাভাগি করে হিমি বলেন, ‘ক্যারিয়ার শুরুর দিকে একটি নাটকে আমি ছিলাম গ্রামের সাধারণ গৃহিণী। সেখানে আমার স্বামীর চরিত্রের অভিনেতার উচ্চতা আমার চেয়ে কম। তখন দুই পা ছড়িয়ে দাঁড়াতে হতো। এভাবেই সংলাপ দিতে হতো। আবার কখনো ফ্রেম ছোট করে ক্যামেরার সামনে দাঁড়াতে হতো।


আবার দেখা যেত, কোনো দৃশ্যে রিকশা থেকে নেমে শট দিতে হবে। দেখা গেল লম্বার ঝামেলা এড়ানোর জন্য রিকশায় বসেই শট দিলাম। সহ–অভিনয়শিল্পীরা বলতেন, তুমি অনেক লম্বা, তোমার সঙ্গে কৌশলে অভিনয় করতে হবে। মূলত আমার বেবি ফেস। এসব নিয়ে অনেক সময় নিরাপত্তাহীনতা বোধ করতাম। এখন আমিও অভ্যস্ত হয়ে গেছি। এসব নিয়ে মজা বেশি হয়।’


ব্যর্থতার দায় নিলেন হাথুরুসিংহে

দেখতে দেখতে শেষ হয়ে আসছে বাংলাদেশের বিশ্বকাপ। সেমিফাইনাল থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেছে আগেই। আগামীকাল দিল্লিতে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বাকি থাকবে আরেকটি ম্যাচ। এর মধ্যেই শুরু হয়ে গেছে হিসাব মেলানো—এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ কী পেল আর কী পেল না।


অর্জনের খাতায় এখন পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া একটি মাত্র জয়। এর পর থেকেই টানা হেরে চলেছে বাংলাদেশ দল। অথচ আফগানিস্তানের বিপক্ষে জেতা সেই ম্যাচের আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেখিয়েছিলেন সেমিফাইনালে খেলার স্বপ্ন।


কিন্তু বাস্তবতা হচ্ছে, এ বিশ্বকাপে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। শ্রীলঙ্কা ম্যাচের আগে আজকের সংবাদ সম্মেলনে এসে তাই সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতে হলো কোচ হাথুরুসিংহেকে। দলের এই ব্যর্থতার দায় কতটুকু নেবেন তিনি—করা হয়েছিল এমন প্রশ্ন।


এর উত্তরে হাথুরুসিংহে বলেন, ‘এ দলের অন্য সবার মতো এই ব্যর্থতার দায় আমিও নিচ্ছি। আমরা সমর্থকদের হতাশ করেছি, একই সঙ্গে আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে এ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। শুধু একটা যে জিনিস পরিবর্তন হয়েছে, সেটা আমাদের মাথার মধ্যে যা ঘুরছে, আমাদের চিন্তাভাবনা।’


হাথুরুসিংহে এখানেই থামেননি। তিনি এরপর যোগ করেন, ‘আমাদের দক্ষতা কোথাও চলে যায়নি। তাই আমি মনে করি, আমরা অতিমাত্রার প্রত্যাশার সামনে নুয়ে পড়েছি। এই একটা বিষয় নিয়েই আমরা ভাবতে পারি। আমরা আসলে নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’


সেরা খেলাটা খেলতে না পারার প্রশ্ন ধরেই এসেছে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার বারবার পরিবর্তনের বিষয়টি। সেটা কি ব্যাটসম্যানদের কিছুটা হলেও অস্থির করে তোলেনি? হাথুরুসিংহে বললেন, ‘বিষয়টি নিশ্চয়ই ব্যাটিং অর্ডারের নয়, তাই নয় কি? আপনি কত নম্বরে ব্যাট করতে নামলেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যেখানে ব্যাট করতে নামেন আর কততম ওভারে কখন ব্যাট করতে নামেন, তা।’


হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের পর বাংলাদেশের কোচের পদে আর থাকতে পারবেন কি না! এই প্রশ্নের উত্তরটা হাথুরুসিংহে দিয়েছেন এভাবে, ‘আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হবে এবং দেখতে হবে কী ভুল হয়েছে। আর আমার কোচ হিসেবে থেকে যাওয়ার কথা—এটা আমার হাতে নয়। এই সিদ্ধান্ত বোর্ড নেবে।’