WHAT’S HOT NOW

ads header

Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

Canada Reads champion and Jeopardy! superstar Mattea Roach recommends 3 'must-read' memoirs

  "Essentially, one key thing to know about Joan Didion is not only did she live most of her life in California, but she was a fifth-ge...

Contact form

Name

Email *

Message *

Search This Blog

Blog Archive

Mobile Logo Settings

Mobile Logo Settings
image

Recent

4/recentposts
[recent]

Ad Space

Responsive Advertisement

Comments

4/recentcomments

Subscribe Us

Facebook

Popular

Life & style

Games

Sports

‘Almost 15’ drones downed over Kyiv: Ukrainian officials

 

‘Almost 15’ drones downed over Kyiv: Ukrainian officials









This handout photograph released by Ukrainian Emergency Service on August 2, 2023 shows a view of a damaged building at a Ukrainian port on the Danube after a night drone attack in Odesa region, amid the Russian invasion of Ukraine


Almost 15 drones were downed during an overnight attack on Kyiv, Ukrainian officials said early on Thursday, in the second strike on the capital in as many days.

Air defence forces “detected and destroyed almost 15 air targets”, said Sergiy Popko, head of the Kyiv city military administration, without specifying who launched the attack.

Early information indicated no damage or casualties, he said.

Popko said the attackers had used a barrage of Shahed drones, in an onslaught that lasted three hours.

Russia has used Iranian-made Shaheds to attack Ukraine multiple times since invading its neighbour in February 2022.


The city’s military administration had earlier issued an alert for air attacks and warned residents to stay in shelters.

“It became the 820th (air alert) for Kyiv since the beginning of the full-scale invasion,” Popko said.

The strike was repelled a day after another “massive” overnight attack on the Ukrainian capital, Popko said.

More than 10 Shahed drones were downed over Kyiv on Wednesday, with debris hitting several districts including the busy Solomyansky, home to an international airport.

Also on Wednesday, Russian drones struck grain facilities in the port of Izmail which sits just across the Danube River from Romania, damaging silos, warehouses and administrative buildings.

Izmail is now the main export route for Ukrainian agricultural products via Romania, following Russia’s withdrawal last month from the Black Sea grain agreement.

Last week, Russia launched a nighttime drone attack on Kyiv, with all incoming drones shot down.





Canadian prime minister Justin Trudeau and his wife announce their separation

 

Canadian prime minister Justin Trudeau and his wife announce their separation





                   Canadian prime minister Justin Trudeau and his wife, Sophie Gregoire Trudeau

Canadian prime minister Justin Trudeau and his wife, Sophie Gregoire Trudeau, announced Wednesday that they are separating after 18 years of marriage.

The two said in statements posted on Instagram that they made the decision after “many meaningful and difficult conversations.” A statement from the prime minister’s office said they both have signed a legal separation agreement.

Trudeau, the 51-year-old scion of one of Canada’s most famous politicians, was sworn into office in 2015. Sophie Trudeau is a former model and TV host. The couple were married in 2005. Together, they brought star power to the prime minister’s office and appeared in the pages of Vogue magazine.



They have three children, 15-year-old Xavier, 14-year-old Ella-Grace and 9-year-old Hadrien.

“As always, we remain a close family with deep love and respect for each other and for everything we have built and will continue to build,” the two said on Instagram.

An official familiar with the matter said Trudeau will continue to live at Rideau Cottage in Ottawa, where he has lived since 2015, and the children will primarily live there to maintain stability.

The official said she has moved to a separate Ottawa home, but will spend time at Rideau Cottage at times including when he is travelling. The official spoke on condition of anonymity because they were not authorized to speak publicly.


She has played a less visible role in recent years, rarely traveling with the prime minister on official trips. The two were seen together publicly at Canada Day events in Ottawa last month.

“They remain a close family, and Sophie and the prime minister are focused on raising their kids in a safe, loving and collaborative environment,” the statement from Trudeau’s office said. “The family will be together on vacation, beginning next week.”

His office requested respect for their privacy.

Justin Trudeau and Sophie Gregoire met as children when she was a classmate of his youngest brother, Michel, and they reconnected as adults when they co-hosted a 2003 charity gala.

Trudeau is the second prime minister to announce a separation while in office.

His father, Pierre Trudeau, and mother, Margaret Trudeau, separated in 1979 and divorced in 1984 during the elder Trudeau’s final year in the prime minister’s office.

Margaret Trudeau wrote in her memoir that she had a romance with Senator Ted Kennedy. During a 1977 visit to Washington, DC with Pierre, she sat listening to her husband’s speech before Congress while feeling “torn between an intense need for him and a longing for Ted Kennedy.” Margaret wrote she became infatuated with Kennedy after meeting him a few years earlier. She told Kennedy that he “had not destroyed my marriage but that I had used him to help me destroy a marriage that was already over.”

Just weeks later Margaret, who had then-undiagnosed mental illness, left her husband to party with the Rolling Stones in Toronto. The marriage ended soon after that.

Justin, who was a child when his parents separated, wrote in his 2014 book “Common Ground” that public life took its toll. “I knew, even then, that the demands imposed by the life my parents were leading affected them far more than the ordinary stress of parenthood,” he wrote.

Justin Trudeau channeled the star power of his Liberal icon father when he first won office in 2015. Scandals, voter fatigue and economic inflation have taken a toll on his popularity after eight years in power.

Just a few months ago Trudeau posted a picture of himself holding hands with his wife on their anniversary and wrote, “Every mile of this journey together is an adventure. I love you, Soph. Happy anniversary!”

Nelson Wiseman, a political science professor at the University of Toronto, had thought that Trudeau would seriously consider stepping down sometime next year or early in 2025.

“The separation may have been partially driven by an ultimatum from Sophie that Trudeau not contest the next election,” Wiseman said. “I now think he is more likely to stick in the political arena.”



Harvard Law Professor Spots 1 Major Flaw In Case Against Trump

Harvard constitutional law professor Laurence Tribe called the latest indictment against Donald Trump “brilliant,” but said there’s one factor that could render the whole thing moot: Timing.




“I do think that [Attorney General] Merrick Garland did not proceed as fast as he might have,” Tribe said on MSNBC on Tuesday evening.

As a result, the case against Trump over his actions leading up to the Jan. 6 attack on the U.S. Capitol could drag on into the next presidency.

“If the next presidency is held either by Donald Trump or by one of his acolytes or by virtually any Republican, there is the horrible prospect that this will all be wiped away,” Tribe said. “And that it will be relegated to a kind of a historic footnote.”

Several 2024 GOP contenders have said they’d pardon Trump if elected.

Tribe said it’s a reminder of how “vulnerable and fragile” the legal system is.

“We have a system that might go too slowly, that might be too opaque,” he said. “And a system that is not at all guaranteed to triumph over politics.”


টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

 সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।


সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ৩৪ শিক্ষার্থীকে সোমবার বিকেলে আদালতে আনা হয়


সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে আজ বুধবার তাঁদের জামিনের আবেদন করা হলে বিচারক মঞ্জুর করেন।

৩২ জনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান। অন্য দুজন শিশু হওয়ায় তাদের জামিনের আবেদন পাঠানো হয়েছে শিশু আদালতে। বেলা পোনে দুইটায় আইনজীবী তৈয়বুর রহমান জানান, এখনো এই দুজনের জামিন শুনানি হয়নি।



জামিনপ্রাপ্তরা হলেন বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন, আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।


সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরে সোমবার বিকেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে হাজির করলে বিচারক ৩২ জনকে কারাগারে এবং দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।


পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৪ জন্য বুয়েটের বর্তমান শিক্ষার্থী। এর মধ্যে ছয়জন প্রথম বর্ষ, ছয়জন দ্বিতীয় বর্ষ, পাঁচজন তৃতীয় বর্ষ, পাঁচজন চতুর্থ বর্ষ এবং দুজন স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। বাকি ১০ জনের মধ্যে সাতজন বুয়েটের সদ্য সাবেক শিক্ষার্থী। অন্য তিনজের মধ্যে দুজন এবার এসএসসি পাস করেছে, একজন বুয়েটের এক শিক্ষার্থীর বাসায় কাজ করে।

কানাডায় সারেকে জেতাল লিটনের ফিফটি

 


৯, ২১, ২৫—কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম তিন ম্যাচে এই ছিল লিটন দাসের রান। কাল রাতে  সারে জাগুয়ার্সের হয়ে চতুর্থ ম্যাচে লিটনের স্কোর দেখে মনে হতে পারে ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন বাংলাদেশি ওপেনার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটনের ৪৫ বলে ৫৯ রানের ইনিংসে ব্রাম্পটন উলভসকে ৬ উইকেটে হারিয়েছে সারে।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রান তুলেছিল ব্রাম্পটন উলভস। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৪ রান করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। উলভসের ব্যাটিং দেখে মনে হয়েছে ব্রাম্পটনের সিএএ সেন্টারের উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল।


রান তাড়ায় নেমে সারেও শুরুতে চাপে পড়েছিল। পাঁচ ওভারেই ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল সারে। তিনে নামা লিটন এরপর জুটি গড়েন পাকিস্তানি ইফতিখার আহমেদের সঙ্গে। সারের এই অধিনায়ককে সঙ্গে নিয়ে ৭৭ বলে ৯৯ রানের জুটি গড়েন লিটন। এই জুটিতে লিটনের অবদান ৩৭ বলে ৫৩, ইফতিখারের ৪০ বলে ৩৮। বোঝাই যাচ্ছে, দাপট লিটনেরই বেশি ছিল।



তবে লিটনের শুরুটা ছিল সাবধানী। উলভসের পেসার টিম সাউদির বলে যতীন্দর সিং আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন। নিজের খেলা প্রথম ৫ বলে রান নিতে পারেননি। ষষ্ঠ বলে ১ রান নিয়ে যাত্রা শুরু করেন। পরের ওভারেই (পঞ্চম) লোগান ফন বিককে চার মেরে ছন্দময় ব্যাটিংয়ের আভাস দেন বাংলাদেশের এই স্টাইলিশ ওপেনার। ষষ্ঠ ওভারে ক্রিস গ্রিনকে স্লগ সুইপ করে মারা ছক্কায় বোঝা যায়,  লিটনের ব্যাট থেকে বড় রান আসতে পারে। সেই প্রত্যাশার প্রতিদান দিয়েই নবম ওভারে পাকিস্তানি পেসার হুসেইন তালাতকে মিড উইকেট দিয়ে ছক্কা মারেন।


লিটনের শুরুটা সাবধানী হলেও কিছুক্ষণ পরই দাপট কতটা ছিল তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৫০ রান তুলেছিল সারে জাগুয়ার্স। এর মধ্যে লিটনের সংগ্রহ ছিল ২৪ বলে ২৬। অন্য প্রান্তে ১৭ বল খেলে ফেলা ইফতিখার ৫ রানে অপরাজিত। জয়ের জন্য এখান থেকে ৬০ বলে ৭৯ রানের লক্ষ্যকে লিটন আরও সহজ করে ফেলেন দারুণ ব্যাটিংয়ে। টিম সাউদি, ফন বিক ও তালাতের বাজে বল ছাড়েননি। ১৩তম ওভারে ফন বিককে ছক্কা মারেন।


এরপর গ্রিন ও সাউদির ওপরও চড়াও হয়েছেন। ১৬তম ওভারে গ্রিনকে চার মেরে ৪০ বলে ফিফটি তুলে নেন লিটন।



১৮তম ওভারে শহীদ আহমদজাইকে স্কয়ার কাট করতে গিয়ে ক্যাচ দেন লিটন। ৩ ছক্কা ও ৩ চারে সাজানো লিটনের এই ইনিংসই সারের জয়ের রসদ। লিটন আউট হওয়ার পর ১৬ বলে ৯ রান দরকার ছিল সারের। এখান থেকে জিততে কোনো অসুবিধা হয়নি দলটির। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠল সারে।

বিসিবিকে আসলে কী বলবেন তামিম

 


বিসিবি সভাপতি নাজমুল হাসানের সামনে মিনহাজুল আবেদীনের নেতৃত্বে তিন নির্বাচক, শেষ দিকে সেখানে যোগ দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসও। গতকাল দুপুরের পর বিসিবি সভাপতির কর্মস্থল ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ের এই সভাকে বলা হচ্ছে একটি ‘রুটিন আলোচনা’, যে আলোচনা সাধারণত প্রতিটি দল ঘোষণার আগেই নির্বাচকদের সঙ্গে হয়ে থাকে নাজমুল হাসানের।

কিন্তু ‘রুটিন’ আলোচনাও কি সব সময় রুটিন মেনে হয়? পরিস্থিতির কারণেই তাতে যোগ হতে পারে বাড়তি কোনো অধ্যায়। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নির্বাচকেরা ২০-২১ সদস্যের দল ঘোষণা করবেন। কালকের ‘রুটিন’ আলোচনা মূলত সেটি নিয়ে হলেও তার সবকিছুই ঢাকা পড়ে থাকল আরেকটি আলোচনার ছায়ায়—তামিম ইকবালের ভবিষ্যৎ কী?


ভবিষ্যৎ’ এখানে একাধিকই খুঁজতে হবে। লন্ডন থেকে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ফিরে আপাতত কয়েক দিন বিশ্রামে থাকার কথা তামিমের। এরপর সপ্তাহখানেক ফিটনেস ট্রেনিং করে নামার কথা মাঠের অনুশীলনে। এই সবকিছু প্রক্রিয়া মেনে হয়ে যাবে ধরে নিয়ে নির্বাচকেরা তাঁকে রেখেই ২০-২১ সদস্যের দলটা দাঁড় করাচ্ছেন। ইনজেকশনের কর্মক্ষমতাকে ব্যর্থ করে দিয়ে কোমরের ব্যথাটা ফিরে না এলে এটুকুতে তামিমের ভবিষ্যৎ নিয়েও কোনো সংশয় নেই।


দেশে ফিরে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তামিম ইকবাল
দেশে ফিরে বিমানবন্দর থেকে বের হচ্ছেন তামিম ইকবাল

কিন্তু এর সঙ্গে সম্পূরক যে প্রশ্ন আসে, দল নির্বাচন করতে সেটার উত্তর জানাটাই সবার আগে দরকার নির্বাচকদের—তামিম কি অধিনায়ক হিসেবেই থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে? ওই ২০-২১ ক্রিকেটারের মধ্য থেকেই যেহেতু এই দুই বড় টুর্নামেন্টের জন্য দল গড়া হবে, খেলোয়াড় নির্বাচনের আগে অধিনায়কের মতটাও যে জানা জরুরি নির্বাচকদের জন্য!

বিসিবি সভাপতি যদিও আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, তাঁদের খাতায় বিশ্বকাপ পর্যন্ত তামিমই ওয়ানডে অধিনায়ক, তবু এখানে শেষ কথাটা তামিমেরই হবে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আকস্মিক ঘোষণা দিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরদিনই সে সিদ্ধান্ত প্রত্যাহার করেন। কিন্তু ফিরে আবার অধিনায়ক হিসেবেই খেলা চালিয়ে যাবেন কি না, সেই প্রশ্নে একটা কিন্তু রেখে দিয়েছেন তিনি নিজেই।


আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম
আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম


দুবাইয়ে ছুটি কাটাতে যাওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, অধিনায়কত্বে ফেরা না ফেরার অনেক কিছুই নির্ভর করবে বোর্ডের সঙ্গে তাঁর আলোচনার ওপর। সাক্ষাৎকারে তামিম কিছু সমস্যার ‘সমাধান’ চাওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, ‘যেসব কারণের জন্য অবসর নিয়েছিলাম, সেগুলো নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলব।’

তাঁর সঙ্গে যা চলছে, সেসব জানা থাকা উচিত বোর্ডের, করেছেন এমন মন্তব্যও। বিসিবিকে সবকিছুই তিনি বলতে চান খোলামেলাভাবে। তারপর যা সিদ্ধান্ত হয়, মেনে নেবেন সেটা। বোর্ডের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন জানিয়ে তামিম বলেন, ‘তাদের সঙ্গে ওই মিটিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করবে।’ বোর্ডের সঙ্গে আলোচনায় বাকি সবকিছু চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।


নির্বাচকদের দল নির্বাচনের সবুজ সংকেত দেওয়ার আগে বিসিবিও এখন আছে তামিমের কথা শোনার অপেক্ষায়। তামিম যেহেতু বলেছেনই, দেশে ফিরে আগে বিসিবির সঙ্গে কথা বলবেন, তাঁকে সেই সুযোগ দিতে চায় বোর্ড। বিসিবিরও কৌতূহল, কী বলবেন তামিম? তামিম যদিও জানিয়েছেন, ‘চেইন অব কমান্ড’ মেনে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসকেই সব বলবেন। তবে জানা গেছে, এই আলোচনায় থাকতে পারেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও।


৮ আগস্ট থেকে পুরোদমে অনুশীলন শুরু হওয়ার আগে নির্বাচকদের ২০-২১ সদস্যের দল ঘোষণা করার কথা ৫ আগস্ট। নাজমুল হাসান ও জালাল ইউনুসের সঙ্গে তামিমের আলোচনাটা হবে তার আগেই, অর্থাৎ আজ থেকে ৪ আগস্টের মধ্যে যেকোনো দিন। এরপর মাঠে ফেরার পরিকল্পনা ঠিক করতে তামিম বসবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও ট্রেইনারদের সঙ্গেও। তামিমের সঙ্গে বিসিবির আলোচনার ওপর ভিত্তি করে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে যে নির্দেশনা যাবে, সেটি অনুসরণ করেই দল নির্বাচনের কাজে এগোবেন নির্বাচকেরা।

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু

 

                                                 তানিয়া হিয়া ও তাসফিয়া জাহান


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান ওই দুই শিক্ষার্থীর পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।


মারা যাওয়া দুজন হলেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসফিয়া জাহান (২০) ও তানিয়া হিয়া (২০)। তাঁদের মধ্যে তাসফিয়ার বাড়ি চাঁদপুরে ও তানিয়ার বাড়ি খুলনায়।


বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেকপাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলেন। বৃষ্টিতে ভেজার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের লেকে পড়ে নিখোঁজ হন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।


একপর্যায়ে শিক্ষার্থীরা তাঁদের লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইল হোসেন তাঁদের মৃত ঘোষণা করেন।


ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, প্রক্টর মো. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সমিতি সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ায় খুন হন কেরানীগঞ্জের ব্যবসায়ী সাইফুল: র‍্যাব

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, অপরাধী চক্রের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব।


সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত রোববার রাতে কেরানীগঞ্জের খেজুরবাগ সাত পাখি এলাকায় সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং চামচ দিয়ে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয়। উন্নত জীবনের আশায় সাইফুলের পাশ্চাত্যের একটি দেশে যাওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। এর আগেই তিনি খুন হন। মূলত স্থানীয় মাদক কারবারি ও অপরাধী চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে তাঁকে খুন করেন।


সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার সাতজনের মধ্যে মো. রাজন হোসেন (৩১) এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। গ্রেপ্তার তাঁর সহযোগীরা হলেন জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।


র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, রাজন দক্ষিণ কেরানীগঞ্জে স্থানীয় একটি রিকশার গ্যারেজ চালানোর পাশাপাশি মাদক, ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।


ব্যবসায়ী সাইফুল বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনের বিষয়ে তথ্য দিতেন উল্লেখ করে খন্দকার আল মঈন আরও বলেন, সর্বশেষ গত ২৮ জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাজন গ্রেপ্তার হন। রাজনের সহযোগী জানে আলম ও মো. সুমন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এসব গ্রেপ্তারের পেছনেও সাইফুলের সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা তাঁদের। এ কারণে তাঁরাও সাইফুলের ওপর ক্ষুব্ধ ছিলেন।


রাজন গত ১৯ জুলাই জামিনে ছাড়া পেয়ে সাইফুলকে হত্যার পরিকল্পনা করেন জানিয়ে র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, তাঁরা জানতে পারেন, সাইফুল বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ জন্য বিদেশ যাওয়ার আগেই তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন খুনিরা। ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে খুনের চূড়ান্ত পরিকল্পনা করা হয়।


রাত সাড়ে ১১টার দিকে কাপড়ের দোকান থেকে বেরিয়ে বাসায় যাওয়ার পথে সাইফুলকে নৃশংসভাবে খুন করা হয়। ক্রিকেট ব্যাট, লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন খুনিরা। রাজন পাশের একটি দোকান থেকে চামচ নিয়ে এসে সাইফুলের চোখ উপড়ে ফেলেন।

র‌্যাবের ভাষ্য, এই চক্রের সদস্যরা রাজনের নেতৃত্বে এলাকায় মাদক, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ করেন। রাজনের অন্যতম সহযোগী জানে আলম পেশায় রাজমিস্ত্রি। আড়ালে তিনি বিভিন্ন অপরাধে জড়িত। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। রাজনের আরেক সহযোগী সুমন কাঠ কাটার কাজ করতেন। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার সাতজন ছাড়াও সাইফুল হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।